প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রিমিয়ার ইউনিভার্সিটি বিজনেস ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ও বিএসএইচআরএম, চিটাগং চ্যাপ্টারের সমন্বয়ে ‘চেইজিং ইউর ড্রিম জব’ শীর্ষক এক সেমিনার গত ২০ মার্চ ২০২৩, সোমবার, বিকেল ৩.০০টায় অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার ও ব্যবসা-শিক্ষা অনুষদের কো-অর্ডিনেটর প্রফেসর একেএম তফজল হক। বিশেষ অতিথি ছিলেন ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন প্রফেসর মোহাম্মদ মঈনুল হক। ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেডের জনাব মো. আতিকুল ইসলাম চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর এন্ড জেনারেল সার্ভিসেস), জিপিএইচ ইস্পাতের জনাব মো. হামেদ হাসান রিয়াদ, ম্যানেজার (রিওয়ার্ড - পিএমএস এন্ড ওডি), রুবি সিমেন্টের জনাব মিজানুর রহমান [সিপি], হেড অব এইচআর এন্ড এডমিন ও প্যাসিফিক জিনস-এর জনাব নোমান বিন জহিরুদ্দিন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। বিজনেস ক্যারিয়ার ক্লাবের কনভেনর সহকারী অধ্যাপক সুলতানা রাজিয়া চৌধুরীও এতে উপস্থিত ছিলেন। সেমিনারে প্রধান অতিথি প্রফেসর একেএম তফজল হক বলেন, শিল্পপ্রতিষ্ঠানসমূহের উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা-প্রশাসনের শিক্ষার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন ছাত্রছাত্রীরা যদি শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা ও প্রয়োজনীয়তা জানতে না পারে, তবে ব্যবসা-প্রশাসনের কারিকুলাম অসম্পূর্ণ থেকে যায়। সেক্ষেত্রে শিল্পপ্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবল সৃষ্টি হবে না। তিনি আরও বলেন, এখনকার কর্পোরেট জগতে চাকরি পেতে এবং চাকরি পাওয়ার পর তা ধরে রাখতে এমপ্লয়েবিলিটি স্কিলস দরকার। তিনি বাস্তবতার সঙ্গে তাত্ত্বিক জ্ঞানের যোগসূত্র তৈরির গুরুত্ব তুলে ধরেন। সেমিনারে ফ্যাসিলিটেটরবৃন্দ প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসা-প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়ক বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। তাঁরা চাকরিদাতা প্রতিষ্ঠানে যুগোপযোগী ও আকর্ষণীয় সিভি তৈরি করার নিয়মাবলী, চাকরি পাওয়ার ক্ষেত্রে বিবিএ ও এমবিএ প্রোগ্রামের বিভিন্ন বিষয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, বিভিন্ন প্রতিষ্ঠানে জব অপরচুনিটি, চাকরি পাওয়ার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের স্কিলস ও আচরণ, চাকরির ইন্টারভিউতে ভালো করার উপায় প্রভৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। শেষে ‘প্যানেল ডিসকাসন’ এর মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘটে। সেমিনারে আরো উপস্থিত ছিলেন ইয়ংওয়ান-এর জনাব আফতাব উদ্দিন চৌধুরী, ম্যানেজার (এডমিনিস্ট্রেশন এন্ড জেনারেল অ্যাফেয়ার্স) ও প্রেসিডেন্ট, বিএসএইচআরএম, চিটাগং চ্যাপ্টার; বসুন্ধরা গ্রুপের জনাব আরিফ উল্লাহ, ডিজিএম (এইচআর এন্ড এডমিন) ও ফাউন্ডার সেক্রেটারি, বিএসএইচআরএম, চিটাগং চ্যাপ্টার, রেডিয়াম কনসালটেনসির জনাব ইশরাক হোসাইন, ফাউন্ডার মেম্বার, বিএসএইচআরএম, চিটাগং চ্যাপ্টার; কেএসআরএম এর জনাব হেদায়েত উল্লাহ, ম্যানেজার (এইচআর, এডমিন এন্ড সেইফটি), সেভেন রিংস সিমেন্ট-এর জনাব মনজুরুল ইসলাম, ম্যানেজার (এইচআর এন্ড এডমিন), আজাদী জবস-এর ম্যানেজার জনাব আতিকুল আলম মজুমদার, ইয়ংওয়ান এর জনাবা ফারহানা আফরোজ, এইচআরবিপি ও ট্রেজারার, বিএসএইচআরএম, চিটাগং চ্যাপ্টার, সিপিডিএল-এর জনাব লিটন মিয়া মৃধা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অপারেশন), হাইডেলবার্গ সিমেন্ট-এর জনাব মহিউদ্দিন কাউছার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচএন্ডএস) এবং জনাবা নিলুফার ইয়াসমিন, এডভোকেট, চিটাগং জজ কোর্ট। বিজনেস ক্যারিয়ার ক্লাব এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ সেমিনার সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক রাজীব দত্ত ও প্রভাষক কাইনাতুন নুর। বিভাগের সহকারী অধ্যাপক মো. আহসান উদ্দিন ও প্রভাষক একেএম নাসিম উদ্দিনের এতে সার্বিক সহযোগিতা করেন।
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ইনডোর গেইমস এন্ড স্টুডেন্ট ক্লাব এক্টিভিটিস জোন’ উদ্বোধনে সিটি মেয়র
Read MorePoster Presentation by HRM Major Students Held at Premier University, Chattogram
Read Moreপ্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মার্কেটিং ডিসিপ্লিনের উদ্যোগে 'পাহাড়তলী টেক্সটাইল লিমিটেড' পরিদর্শন
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট (সিজন-১) অনুষ্ঠিত হয়েছে
Read MoreEmpowering the Future with BEC
Read Moreউইন্টার কার্নিভাল এন্ড পৌষ পার্বণ ২০২৫
Read Moreনব সূচনার উচ্ছ্বাসে নবীনবরণ ২০২৪
Read More