নতুন উচ্চতায় প্রিমিয়ারের স্থাপত্য বিভাগ!!
সমগ্রবিশ্বের শীর্ষ আর্কিটেকচার ও সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষালয়গুলোর মধ্যে জায়গা করে নিয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রামের (পিইউসি) আর্কিটেকচার বিভাগ। স্থাপত্য ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জগতে অন্যতম সম্মানজনক পুরস্কার ইন্সপায়ারলি অ্যাওয়ার্ড-এ (InspireLI Award) সারাবিশ্বের ১৩২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫১তম স্থান অর্জন করে গৌরবময় ইতিহাস গড়েছে তারা। এই অর্জনের মাধ্যমে এ অঙ্গনে বিশ্বের শীর্ষ বিদ্যাপীঠগুলোর কাতারে পৌঁছেছে প্রিমিয়ার ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগ। বিশ্ববিদ্যালয়ের সাফল্যের মুকুটে আরেকটি পালক যুক্ত হলো এবার।
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ ভিত্তিক ইন্সপায়ারলি অ্যাওয়ার্ড সেইসব প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়, যারা বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী এবং সৃজনশীল স্থপতিদের গড়ে তোলে। প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের এ পুরস্কার লাভ কেবল তাদের অসাধারণ কৃতিত্বই নয়, বরং স্থাপত্য শিক্ষায় উৎকর্ষ সাধনের প্রতিশ্রুতিরও স্বাক্ষর। এ অর্জন কেবল বাংলাদেশ নয়, বরং বিশ্বব্যাপী স্থাপত্য শিক্ষার ক্ষেত্রে একটি অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে প্রিমিয়ার ইউনিভার্সিটিকে।
আর্কিটেকচার বিভাগের চেয়ারম্যান প্রফেসর স্থপতি সোহেল এম. শাকুর এ প্রসঙ্গে বলেন, বৈশ্বিক মানদণ্ডে স্থাপত্যের ছাত্রছাত্রীদের কার্যক্ষমতা বিবেচনায় ইন্সপায়ারলি র্যাংকিং-এ সেরা ১০০ স্থাপত্য শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ৫১তম স্থান লাভ করা নিঃসন্দেহে গৌরবময় ও প্রেরণাদায়ক সংবাদ। এ প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণসহ সেরা পুরস্কার লাভ আমাদের ছাত্রছাত্রীদের স্থাপত্য ভাবনা ও প্রায়োগিক উৎকর্ষের স্বীকৃতি যা প্রকারান্তরে বিভাগের সামগ্রিক শিক্ষা কার্যক্রমের সাফল্যের পরিচায়ক। এ অভূতপূর্ব আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের আগামীর পথচলাকে আরো বেশি আত্মপ্রত্যয়ী ও বিশ্বমানে আলোকিত করবে।
প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন বলেন, নিবেদিতপ্রাণ শিক্ষকমণ্ডলী এবং সৃজনশীল শিক্ষার্থী তৈরির উপযোগী পাঠ্যক্রমের সাহায্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগ যে খ্যাতি অর্জন করেছে তা বিশ্ববিদ্যালয়ের জন্য পরম গৌরবের।