PREMIER UNIVERSITY

Department of Business Administration, Faculty of Business Studies

PREMIER UNIVERSITY

Department of Business Administration, Faculty of Business Studies

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ ।

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবন প্রাঙ্গণে মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকাল ৯.৩০টায় দিনব্যাপী শুরু হয় ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ ২.০’। প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ, স্থাপত্য বিভাগ, গণিত বিভাগ ও ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধক ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির এবং প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেটিং ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর জনাব সুলতানা রাজিয়া চৌধুরী। ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক নাঈমা নাজনিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, যে-ষড়ঋতুকে আমরা ভুলতে বসেছি, সেই ষড়ঋতুর একটি গুরুত্বপূর্ণ ঋতু হলো শীত। এই শীত ঋতুর পৌষ মাসে আজকে যে-অনুষ্ঠান হচ্ছে, তা অত্যন্ত প্রয়োজনীয়। পড়ালেখায় যে-একঘেয়েমি থাকে, এ ধরনের অনুষ্ঠান সেই একঘেয়েমি দূর করে এবং পড়ালেখায় দ্বিগুণ উৎসাহ বাড়িয়ে তোলে। তিনি ‘বতমান বিশ্বায়নে বড় চ্যালেঞ্জ পরিবেশ দূষণ’ উল্লেখ করে বলেন, দ্রুত জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের ঋতুগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিলম্বিত হচ্ছে বর্ষা। কয়েকটি ঋতুর ছোঁয়া অনুভবও করা যাচ্ছে না। তিনি বলেন, চট্টগ্রাম শহরকে নিরাপদ শহর, ক্লিন, গ্রিন ও হেলদি সিটিতে পরিণত করার জন্য পরিবেশ দূষণ রোধ করতে হবে। এজন্য কর্ণফুলীকে দূষণমুক্ত করতে হবে, পাহাড়কাটা বন্ধ করতে হবে, এডিস মশার লার্ভা ধ্বংস করতে হবে, আরও অনেককিছু করতে হবে। তিনি পরিবেশ দূষণ রোধে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সহায়তা কামনা করেন।
উদ্বোধনী বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, আজকের অনুষ্ঠান এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস-এর অংশ। প্রিমিয়ার ইউনিভার্সিটিতে পড়ালেখার পাশাপাশি কো-কারিকুলার ও এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস-এর উৎকর্ষ সাধিত হবে। শিক্ষার্থীরাই এটা সম্ভব করবে। তারা এই বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি। তিনি আরও বলেন, পৌষ পার্বণ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এই উৎসব আমাদের শিকড়ের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি করে।
বিশেষ অতিথির বক্তব্যে রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, মাননীয় মেয়র ও মাননীয় উপাচার্যের নেতৃত্বে প্রিমিয়ার ইউনিভার্সিটিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করার কার্যক্রম চলমান রয়েছে।
প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী বলেন, উইনটার কার্নিভাল ও পৌষ পার্বণ শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও সামাজিক যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রেখে এমন আয়োজন ক্যাম্পাসকে আরও প্রাণবন্ত করে তোলে।
সভাপতির বক্তব্যে জনাব সুলতানা রাজিয়া চৌধুরী উইনটার কার্নিভাল ও পৌষ পার্বণকে নবান্ন উৎসব বলে অভিহিত করে এই উৎসবের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
এই উৎসবে শীতকালীন ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠাপুলি নিয়ে সাজানো হয় বিভিন্ন স্টল, যা শিক্ষার্থী ও অতিথিদের ব্যাপক আকর্ষণ সৃষ্টি করে। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ, গণিত বিভাগের চেয়ারম্যান ড. হারাধন কুমার মহাজন, ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর জনাব তাসনিম সুলতানা, ফিন্যান্স ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর জনাব রাজীব দত্ত, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর ড. আহসান উদ্দিন, এইচআরএম ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর জনাব রহিমা বেগম, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের কো-অর্ডিনেটর জনাব কুহেলী চৌধুরী, সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী ও রকিবুল হোছাইন, সংশ্লিষ্ট বিভাগসমূহের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিয়া আখতারের পিএইচডি ডিগ্রি অর্জন ।

Read More

Meeting on the Expansion of Higher Education between Premier University and UTS College Bangladesh.

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ৪৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠান ।

Read More

Flair Pitch 2.0 National Business Competition 2025 এর National Champion – Team Hizi Bizi.

Read More

Seminar titled ‘Interdisciplinary, Knowledge Integration and Diffusion in Business Research’ held at the Department of Business Administration, Premier University.

Read More

বিজনেস ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট ২০২৫–এ প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের অর্জন।

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.