PREMIER UNIVERSITY

Department of Business Administration, Faculty of Business Studies

PREMIER UNIVERSITY

Department of Business Administration, Faculty of Business Studies

প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে ‘রিসার্চ ট্রেইনিং প্রোগ্রাম : আর্টিকেল রাইটিং স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে ‘রিসার্চ ট্রেইনিং প্রোগ্রাম : আর্টিকেল রাইটিং স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর ২০২১, বুধবার, বিকেল ৩টায় অনুষ্ঠিত এই সেমিনারে রিসোর্চ পার্সন ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রিমিয়ার ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম। প্রিমিয়ার ইউনিভার্সিটির সকল বিভাগের শিক্ষকদের উদ্দেশ্যে পরিচালিত এই সেমিনারে সভাপতিত্ব করেন প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ। উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক।
প্রফেসর ড. মোহীত উল আলম তাঁর পরিচালিত সেমিনারটিতে বিশ্ববিদ্যালয়ে ভালো গবেষক তৈরি করার জন্য গবেষণা-পদ্ধতি, গবেষণার সামগ্রিক মান উন্নয়ন ও গবেষণার ধরন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি গবেষণা সংক্রান্ত সার্বিক তথ্যাবলী সন্নিবেশন, বিশ্লেষণ ও বিতরণের উপরও আলোকপাত করেন। প্রবন্ধ লেখার নানা কৌশল বর্ণনা করে তিনি বলেন, সাহিত্য, বিজনেস, অর্থনীতি ও বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লেখা যেতে পারে। কোনো বিষয়ে ভালো গবেষণা-প্রবন্ধ লিখতে হলে আত্মবিশ্বাস, চাপমুক্ত মন, কঠোর পরিশ্রম, সময় প্রভৃতির দরকার হয়। এভাবে লেখা প্রবন্ধের জন্য একটি বৃক্ষ চমৎকার উদাহরণ হতে পারে। বীজ থেকে কাণ্ড ও শাখা-প্রশাখা বিস্তার করে একটি বৃক্ষ পরিপূর্ণতা লাভ করে। গবেষণা-প্রবন্ধও বিষয় ও ভাবনা থেকে ধীরে ধীরে বড়ো আকারে রূপ নেয়। পিয়ার রিভিউড একাডেমিক জার্নালে প্রকাশ করতে এ ধরনের গবেষণা-প্রবন্ধের প্রয়োজন হয়।
ড. মোহীত উল আলম ‘বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো গবেষক অপরিহার্য’ উল্লেখ করে বলেন, মানবসম্পদের উন্নয়নের জন্য ভালো গবেষণার যেমন বিকল্প নেই, বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের জন্যও ভালো গবেষকের বিকল্প নেই।
ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক এই সেমিনারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, বিষয় ও ভাবনার জন্ম হলেই প্রবন্ধ লিখে ফেলা উচিত। পরবর্তীতে আয়োজন করে লেখার কথা চিন্তা করলে তা লেখা আর সম্ভব নাও হতে পারে।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. তৌফিক সাঈদ বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষকদের গবেষণা-প্রবন্ধ লেখার ক্ষেত্রে এই সেমিনার অবশ্যই উপকারে আসবে।
সেমিনারে প্রিমিয়ার ইউনিভার্সিটির সকল বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ‘প্রস্তাবিত বাংলাদেশ জাতীয় বাজেট-২০২৫-২০২৬’ শীর্ষক সেমিনার ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে অ্যাক্রেডিটেশন ভিজিট সম্পন্ন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ ও কনফিডেন্স সিমেন্ট পিএলসি-র মধ্যে এমওইউ স্বাক্ষরিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে পোস্টার প্রেজেন্টেশন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ওরিয়েন্টেশন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ওরিয়েন্টেশন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের ইন্ডাস্ট্রি সংযোগে নতুন মাইলফলক: ৮টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর ।

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.