PREMIER UNIVERSITY

Department of Business Administration, Faculty of Business Studies

PREMIER UNIVERSITY

Department of Business Administration, Faculty of Business Studies

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ওরিয়েন্টেশন ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ওরিয়েন্টেশন ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ ৫০তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, সকাল ১০টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক অমল ভূষণ নাগ। ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী ডিন প্রফেসর এম. মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ওরিয়েন্টেশন স্পিকার ছিলেন বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের হেড অব সেইলস এন্ড মার্কেটিং জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রথম সেমিস্টার আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আপনারা বিভিন্ন পরিবেশ, বিভিন্ন স্থান, বিভিন্ন পরিবার ও বিভিন্ন ঐতিহ্য থেকে একটা ছাতার নিচে অর্থাৎ প্রিমিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসেছেন। আপনারা একদম নতুন। নতুনদের নিয়ন্ত্রণ নিজেদের কাছে থাকে না। সেজন্য সময়ের সাথে খুবই সতর্কতা অবলম্বন করার জন্য আপনাদের বাস্তবভিত্তিক পরামর্শ প্রদান করছি, ভালোভাবে পড়াশুনা করার পরামর্শ দিচ্ছি। আপনারা যদি পড়াশুনায় মনোযোগী না হন, তাহলে ব্যর্থতার গ্লানি আপনাদের পেয়ে বসতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক অমল ভূষণ নাগ শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হওয়ার তাগিদ দিয়ে বলেন, ভালো রেজাল্ট করতে হলে, শুধু মুখস্থ করলে হবে না, পড়ালেখা অনুধাবন করতে হবে। সময়কে কাজে লাগাতে হবে। 
ওরিয়েন্টেশন স্পিকার জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, ছাত্রজীবনে যেমন চ্যালেঞ্জ থাকে, ছাত্রজীবনের পরেও বহুরকমের চ্যালেঞ্জ থাকে। ক্যারিয়ার গঠনের জন্য এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। না হয় পিছিয়ে পড়তে হবে। তিনি তাঁর দীর্ঘ ব্যবসায়িক অভিজ্ঞতার আলোকে ক্যারিয়ার গঠনের জন্য গভীরভাবে পড়াশুনা ও বহির্জগত সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের তাগিদ দেন। 
সভাপতির বক্তব্যে প্রফেসর এম. মঈনুল হক বলেন, পেশাগত জীবনে উপযুক্ত হওয়ার জন্য আজকের বক্তাদের বক্তব্য নতুন শিক্ষার্থীদের কাজে লাগবে বলে আমার বিশ্বাস। তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে বিভাগের ছয়জন শিক্ষক নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির পটভূমি, ইতিহাস, নিয়ম-কানুন, মিশন-ভিশন, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষাকার্যক্রম, ইথিক্যাল ইস্যু ও রুলস এন্ড রেগুলেশন প্রভৃতি বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন।
প্রভাষক নাঈমা নাজনিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ এবং সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

Related News

Seminar titled ‘Interdisciplinary, Knowledge Integration and Diffusion in Business Research’ held at the Department of Business Administration, Premier University.

Read More

বিজনেস ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট ২০২৫–এ প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের অর্জন।

Read More

Industrial Visit by the Students of Department of Business Administration (BBA; 44th Batch; Finance), Premier University.

Read More

Industrial Tour: HRM Discipline, Faculty of Business Studies, Department of Business Administration.

Read More

Orientation at the Department of Business Administration, Premier University.

Read More

Prize Distribution Ceremony of Gamemania at the Department of Business Administration, Premier University.

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ‘ইন্ট্রা ডিপার্টমেন্ট গেইমমেনিয়া’ উদ্বোধন।

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.