প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে পোস্টার প্রেজেন্টেশন ।
প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবনে ব্যবসায় প্রশাসন বিভাগের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিনের ৭ম ও ৮ম সেমিস্টারের শিক্ষার্থীদের উদ্যোগে একটি পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করা হয়। ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, বেলা ২টায় আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের শ্রম আইন এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বিষয়ক বিভিন্ন প্রকল্প ও পোস্টার উপস্থাপন করা হয়। প্রকল্প ও পোস্টারগুলোতে চা শিল্প, পাট শিল্প, চামড়া শিল্প, পরিবহন খাত, নির্মাণ খাত, তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্প, প্লাস্টিক ও প্যাকেজিং খাত, টাইলস ও সিরামিক প্রভৃতি বিষয় স্থান পায়। এই অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী ডিন প্রফেসর এম. মঈনুল হক। উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, শিক্ষার্থীদের এই উদ্যোগ ও সৃজনশীলতা খুবই প্রশংসনীয়। তারা দলগতভাবে এই কাজটি করেছে। এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ জীবনে অম্লান স্মৃতি ও পাথেয় হয়ে থাকবে। তিনি বাংলাদেশের শ্রম আইন ও বিভিন্ন শিল্প সম্পর্কেও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। উল্লেখ্য, উপাচার্য প্রত্যেকটি প্রকল্প ও পোস্টার ঘুরে দেখেন।
বিভাগের সহকারী অধ্যাপক জিনাত শাহানার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ‘প্রস্তাবিত বাংলাদেশ জাতীয় বাজেট-২০২৫-২০২৬’ শীর্ষক সেমিনার ।