২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, দুপুর ১২টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য ও কোয়ালিটি অ্যাসিওরেন্স কমিটির সভাপতি প্রফেসর ড. অনুপম সেন।
সভায় স্নাতক পর্যায়ের প্রোগ্রামসমূহের সেল্ফ অ্যাসেসমেন্ট এক্টিভিটিস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং আগামী অর্থবছরের জন্য বিভাগসমূহের স্ট্রাটেজিক পরিকল্পনা বাস্তবায়ন-সংশ্লিষ্ট বাজেট প্রণয়ন নিয়ে আলোকপাত করা হয়। এছাড়াও প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন-সংক্রান্ত আলোচনা ও কোয়ালিটি অ্যাসিওরেন্স কমিটির বিগত সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়।
সভায় কোয়ালিটি অ্যাসিওরেন্স কমিটি (কিউএসি)-র সদস্য হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার ও আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. তৌফিক সাঈদ, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. মিহির কুমার রায়, আইকিউএসির অ্যাডিশনাল ডিরেক্টর প্রফেসর এম মঈনুল হক, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান এবং সদস্য-সচিব হিসেবে আইকিউএসির অ্যাডিশনাল ডিরেক্টর সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইফতেখার মনির উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন আর্কিটেকচার বিভাগের চেয়ারম্যান প্রফেসর সোহেল এম. শাকুর, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক, আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. এম. জাহেদুল ইসলাম, ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার দাশ এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কিংশুক ধর।
প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ‘প্রস্তাবিত বাংলাদেশ জাতীয় বাজেট-২০২৫-২০২৬’ শীর্ষক সেমিনার ।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে অ্যাক্রেডিটেশন ভিজিট সম্পন্ন ।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ ও কনফিডেন্স সিমেন্ট পিএলসি-র মধ্যে এমওইউ স্বাক্ষরিত ।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে পোস্টার প্রেজেন্টেশন ।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ওরিয়েন্টেশন ।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ওরিয়েন্টেশন
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের ইন্ডাস্ট্রি সংযোগে নতুন মাইলফলক: ৮টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর ।
Read More