গতকাল ২১ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, দুপুর ১২টায় প্রিমিয়ার ইউনিভার্সিটি ও এভারকেয়ার হসপিটালের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি (এমওইউ) সম্পন্ন হয়েছে।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। তিনি বলেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। শিক্ষার্থীরা অভ্যাস পরিবর্তনের মাধ্যমে যদি সচেতন হয় তাহলে তারা বিভিন্ন রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারে। এ সময় তিনি এভারকেয়ার হসপিটালের প্রতিনিধির সাথে হসপিটালের সার্ভিস চার্জ, রোগ নির্ণয়, চিকিৎসা পদ্ধতি, চিকিৎসা সুবিধা সংক্রান্ত আলাপ-আলোচনা করেন। উক্ত চুক্তিসাক্ষর অনুষ্ঠানে ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় ট্রেজারার এ.কে.এম তফজল হক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক এসএম আসিফ ইকবাল, সৈয়দ মো. মিনহাজ হোসাইন, ইঞ্জিনিয়ার কামরুল হাসান প্রমুখ। হসপিটালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটালের চীফ অপারেশন অফিসার নীলেস গুপ্ত, ডিজিএম-বিজনেস ডেভেলাপমেন্টস ভিনোদ সিং, ম্যানেজার কর্পোরেটর রিলেইশন রামপ্রসাদ সুশীল প্রমুখ। উল্লেখ্য, এই চুক্তির মধ্য দিয়ে ইউনিভার্সিটির সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এভারকেয়ার হসপিটাল থেকে সব ধরনের চিকিৎসা সুযোগ-সুবিধা পাবেন।
চুক্তিতে স্বাক্ষর করেন ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্র্রার জনাব খুরশিদুর রহমান এবং এভারকেয়ার হসপিটালের পক্ষে এই প্রতিষ্ঠানের চীফ অপারেশন অফিসার নীলেস গুপ্ত।
Related News
প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ‘প্রস্তাবিত বাংলাদেশ জাতীয় বাজেট-২০২৫-২০২৬’ শীর্ষক সেমিনার ।