PREMIER UNIVERSITY

Department of Business Administration, Faculty of Business Studies

PREMIER UNIVERSITY

Department of Business Administration, Faculty of Business Studies

প্রিমিয়ার ইউনিভার্সিটি তড়িৎ প্রকৌশল বিভাগে থ্রিডি প্রিন্টার স্থাপিত।

সামনে ৪র্থ শিল্প বিপ্লবের যুগে শিক্ষার্থীদের সাথে নতুন প্রযুক্তি কে পরিচিত করতে, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগে একটি অত্যাধুনিক থ্রিডি প্রিন্টার স্থাপন করা হয়েছে। একই সাথে এই দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের জন্যে থ্রিডি প্রিন্টারের প্রোটোটাইপ তৈরি ও এর ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। 
তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান টুটন চ্ন্দ্র মল্লিক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটি বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ। অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন ভার্টিক্যাল ইনোভেশন লিমিটেডের সিস্টেম ইঞ্জিনিয়ার সামসুল আরেফিন রাজিত। 
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 
উন্নত দেশগুলিতে 3D প্রিন্টিং প্রযুক্তি ইতোমধ্যে শিক্ষা ক্ষেত্রে প্রবেশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, প্রায় সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় 3 ডি প্রিন্ট কোর্স স্থাপন করেছে। 3D প্রিন্টিং টেকনোলজি ব্যবহার করে শিল্প কারখানাগুলোতে কিংবা ছোটখাটো রোবটিক্স এর কাজে অনেক ধরনের কাজে ব্যবহার করা হচ্ছে। এমনকি বড় মাপের কিছু থ্রিডি প্রিন্টার দিয়ে বিভিন্ন বিল্ডিং বা ব্রিজ এর পার্টস বানানো হচ্ছে।  তিনি আশাবাদ ব্যক্ত করেন ভবিষ্যতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা এই ৩ডি প্রিন্টিং টেকনোলজি ব্যবহার করে তাদের গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে  ভূমিকা রাখবে। 
অনুষ্ঠানের সভাপতি টুটন চ্ন্দ্র মল্লিক বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি তড়িৎ প্রকৌশলী সবসময় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার জন্য শিক্ষক শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা করেন। এর ধারাবাহিকতায় এবার স্থাপন করা হল থ্রিডি প্রিন্টার। 
এবং প্রথম দিনেই শিক্ষকদের এবং বিশ্ববিদ্যালয়ের আইটি কর্মকর্তাদের এর ব্যবহারের উপর প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হলো। আশা করছি ধাপে ধাপে সিনিয়র শিক্ষার্থীদের জন্য আমরা এই প্রযুক্তি ব্যবহারের কর্মশালা করতে পারব। 
আজকের কর্মশালায় প্রশিক্ষক সামসুল আরেফিন  থ্রিডি প্রিন্টিং বা ডিজিটাল ফ্যাব্রিকেশন প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি নানা প্রকারের থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির মধ্য থেকে ফিউজড ডিপোজিশন মডেলিং প্রযুক্তির দিকে মূলত হাতে কলমে প্রশিক্ষণ দেন। এই প্রযুক্তিতে প্লাস্টিক দিয়ে তৈরি ফিলামেন্ট কয়েল থেকে ফিলামেণ্ট একটি গরম নজল যেটাকে মূলত এক্সট্রুডার বলা হয় সেখানে চালনা করা হয় এবং এক্সট্রুডার এর নজল দিয়ে গলিত প্লাস্টিক বের হয়ে নির্দিস্ট প্রোটোটাইপ অবজেক্ট নির্মান করা হয়।  এছাড়া কিভাবে টিংকার ক্যাড বা ফিউশন ৩৬০ এপ্লিকেশন এর মাধ্যমে থ্রিডি ডিজাইন করা হয় তা দেখানো হয়েছে।
কর্মশালায় অংশগ্রহণ করেন সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না, সহকারী অধ্যাপক আকরামুল হক,  প্রভাষক সরিত ধর, প্রভাষক আসিফ মোহাম্মদ সিদ্দিকী, প্রভাষক রাহুল চৌধুরী, প্রভাষক মোহাম্মদ আজিম খান, প্রভাষক সানজিদা আক্তার তুনাজ, প্রভাষক সৌমেন দত্ত, প্রভাষক এম এ হাফিজ ও বিশ্ববিদ্যালয়ের আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার বিভাষ পাল।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ‘প্রস্তাবিত বাংলাদেশ জাতীয় বাজেট-২০২৫-২০২৬’ শীর্ষক সেমিনার ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে অ্যাক্রেডিটেশন ভিজিট সম্পন্ন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ ও কনফিডেন্স সিমেন্ট পিএলসি-র মধ্যে এমওইউ স্বাক্ষরিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে পোস্টার প্রেজেন্টেশন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ওরিয়েন্টেশন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ওরিয়েন্টেশন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের ইন্ডাস্ট্রি সংযোগে নতুন মাইলফলক: ৮টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর ।

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.